WBPSC Miscellaneous Maths Practice Set in Bengali and English (Set 2). Free Mock Test for Competitive Exams. This free mock test is designed to help you excel in various competitive exams, including WBCS, WBPSC School SI, Clerkship, WBP and KP SI, Constable, SSC CGL, CHSL, MTS, CPO, Railway Exams (NTPC, Group D, Assistant Loco Pilot), Bank Exams (IBPS PO, Clerk), and Insurance Exams. Enhance your skills with the previous year's question papers, all aimed at boosting your performance in upcoming WBPSC exams.
WBPSC Miscellaneous Maths Practice Set in Bengali and English (Set 2)
Q1. এক ব্যক্তি 10 টাকা/কেজি দরে 200 কেজি নুন কেনে। 80 কেজি নুন তিনি 20% লাভে বিক্রি করেন। বাকি নুন প্রতি কেজি কত দরে বিক্রি করলে মোটের উপর 30% লাভ হবে?
A person buys 200 kg of salt at Rs.10/kg. He sells 80 kg of salt at a profit of 20%. At what price per kg of the remaining salt will be sold for the total profit of 30%?
A. 13⅔% টাকা/কেজি
B. 13⅓% টাকা/কেজি
C. 14 টাকা/কেজি
D. 12 টাকা/কেজি
Q2. অমিত বাবু তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাঙ্কে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে- আসলে একই টাকা পাবেন। বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন?
Amit Babu put a total of Rs 29,000 in the name of his two daughters, aged 12 and 15, in a bank with 10% interest so that when they turned 18, they would get the same amount. How much money was left for the eldest daughter?
A. 16,000 টাকা
B. 15,000 টাকা
C. 10,000 টাকা
D. 20,000 টাকা
Q3. যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দুটির গ.সা.গু. ও ল.সা.গু. এর গুণফল 38400 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল হবে -
If the ratio of two numbers is 2:3 and the product of their HCF and LCM is 38400, then the sum of the two numbers will be -
A. 300
B. 400
C. 450
D. 480
Q4. রাধা তার আয়ের x% সঞ্চয় করে। যদি তার আয় 28% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় 40% বৃদ্ধি পায়। x এর মান কত?
Radha saves x% of her income. If his income increases by 28% and expenditure increases by 20%, his savings increase by 40%. What is the value of x?
A. 35
B. 40
C. 50
D. 25
Q5. কিছু পরিমাণ টাকার 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর হয় 1 টাকা। টাকার পরিমাণ নির্ণয় করো।
The difference between the simple and compound interest on a certain sum of money for 2 years at 4% per annum is Re. 1. Find the sum.
A. 630 টাকা
B. 620 টাকা
C. 625 টাকা
D. 635 টাকা
Q6. একটি ডিস্কাউন্ট, যা তিনটি ক্রমাগত ডিস্কাউন্ট 25%, 20% এবং 10%-এর সমান হয়, তা হবে-
The single discount, which is equivalent to three successive discounts of 25%, 20% and 10% is-
A. 46%
B. 54%
C. 55%
D. 45%
Q7. যদি A-এর ⅓ = B-এর 75% = C-এর 0.6, তখন A: B: C হয়-
If ⅓ of A = 75% of B = 0.6 of C, then A: B: C is-
A. 9:5:4
B. 9:4:5
C. 4:5:9
D. 5:9:4
Q8. যদি 738A6A সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তখন A-এর মান হয়-
If 738A6A is divisible by 11, then the value of A is-
A. 6
B. 9
C. 3
D. 1
Q9. একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত ⅓:¼:⅙ হলে, একজন দক্ষ শ্রমিক মোট কত টাকা করে পান?
A skilled, a semi-skilled, an unskilled laborer works 7, 8, 10 days respectively and gets a total wage of Rs 369. If the ratio of their daily work is ⅓:¼:⅙, how much money does one skilled worker earn in total?
A. 164 টাকা
B. 201.50 টাকা
C. 143.50 টাকা
D. 102.50 টাকা
Q10. একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পরপর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? (ধরে নাও শব্দের গতিবেগ 330 মিটার/সেকেন্ড)-
A man, traveling by train to a place where gunshots are fired every 11 minutes and 45 seconds, hears a second sound 11 minutes after the first sound. What is the speed of the train? (Assume the speed of sound is 330 m/s)-
A. 72 কিমি/ঘণ্টা
B. 36 কিমি/ঘণ্টা
C. 81 কিমি/ঘণ্টা
D. 108 কিমি/ঘণ্টা
Q11. A ও B দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। C নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে?
A cistern is filled with water by two pipes A and B in 10 and 15 minutes respectively. 5 liters of water per minute drain out from it by C pipe. When all three pipes are opened simultaneously, the empty tank is filled in 12 minutes. How many liters of water in the cistern?
A. 30 লিটার
B. 40 লিটার
C. 50 লিটার
D. 60 লিটার
Q12. এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 20% ক্ষতি করে। মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
A person sells two goods at the same price making a profit of 10% on one and a loss of 20% on the other. What is the percentage of profit or loss on the total?
A. 10% ক্ষতি
B. 12% ক্ষতি
C. \(7\frac{7}{19}\%\) ক্ষতি
D. \(9\frac{7}{19}\%\) ক্ষতি
Q13. ওয়াইনপূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হল। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হল। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হলে, প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল?
18 gallons of wine are taken from a vessel full of wine and 18 gallons of water are mixed. Again, 18 gallons of the mixture was drawn from the vessel and 18 gallons of water were added. If the ratio of wine to water in the container now is 256:369, how many gallons of wine were in the container initially?
A. 55
B. 50
C. 60
D. 45
Q14. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 7776 বর্গসেমি এবং বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। ত্রিভুজটির পরিসীমা কত সেমি?
The area of a triangle is 7776 sq cm and the ratio of the lengths of the three sides is 3:4:5. What is the perimeter of the triangle in cm?
A. 432
B. 400
C. 412
D. 424
Q15. একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারে?
A man, a woman and a boy together can do a work in 3 days. Men and boys individually can do the job in 6 days and 18 days respectively. How many days can a woman do that work alone?
A. 9
B. 21
C. 24
D. 27
Q16. A ও B একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে A তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে B-এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল?
A and B invest capital in a joint venture in the ratio of 5:6. After 8 months A withdraws his capital. If the ratio of dividends received by them is 5:9, how long was B's capital invested?
A. 4 মাস
B. 8 মাস
C. 12 মাস
D. কোনোটিই নয়
Q17. একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে এই দুটি তরলের অনুপাত 5:4। কি অনুপাতে মিশ্রণ দুটি মেশানো হলে নতুন মিশ্রণে তরল দুটির পরিমাণ সমান হয়-
In a mixture ratio of the first and second liquid is 2:3 and in another mixture ratio of those two liquids is 5:4. Ratio in which the two mixtures be mixed so that quantity of two liquid in the new mixture be equal is-
A. 2:5
B. 3:7
C. 5:9
D. 9:11
Q18. একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে পারে 6 ঘন্টায় এবং আরেকটি ট্রেন 4 ঘন্টায় হাওড়া থেকে বর্ধমান যেতে পারে। ট্রেন দুটি সকাল 7 টায় একসঙ্গে যাত্রা শুরু করে। তারা কটায় সাক্ষাৎ করবে-
A train can go from Burdwan to Howrah in 6 hours and another train can go from Howrah to Burdwan in 4 hours. Both of them start at 7 AM. They will meet at-
A. 9.15 AM
B. 9.22 AM
C. 9.24 AM
D. 9.25 AM
Q19. একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং 25 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
A train passes a pole in 15 seconds and passes a platform 100m long in 25 seconds. Find its length.
A. 140m
B. 145m
C. 150m
D. 160m
আরো দেখুন:
1. WBPSC Miscellaneous Maths Practice Set 1 Click Here
2. WBPSC Miscellaneous Maths Practice Set 3 Clicl Here
Q20. একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10000টি বাল্ব তৈরির বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে?
45 men can produce 10000 electric bulbs in 12 days in a co-operative concern. The concern got an order to produce 10000 electric bulbs in 9 days. How many more men would be employed to meet the order?
A. 60
B. 55
C. 10
D. 15
Q21. কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হত, তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল (Principal) টাকা কত ছিল?
A sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at 1% higher rate; it would have fetched Rs. 5,100 more. The sum is-
A. 1,70,000 টাকা
B. 1,25,000 টাকা
C. 1,20,000 টাকা
D. 1,50,000 টাকা
Q22. স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘণ্টা। স্রোতের অনুকূলে (downstream) নৌকাটি 10 ঘণ্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে (upstream) একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
The speed of a boat in still water is 10 km/hr. Downstream the boat covers a distance of 150 km in 10 hours. How many hours will the boat take to cover the same distance upstream?
A. 30
B. 24
C. 28
D. 20
Q23. রাম ঘণ্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিসে পৌঁছতে 15 মিনিট দেরি হয় এবং 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছয়। তবে অফিসের নির্দিষ্ট সময় কত?
Ram reaches office 15 minutes late if he goes to office at 3 kmph and reaches office 15 minutes early if he goes 4 kmph. What is the specific time of the office?
A. 1 ঘণ্টা
B. 1 ঘণ্টা 45 মিনিট
C. 2 ঘণ্টা 15 মিনিট
D. 2 ঘণ্টা
Q24. একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
If the diagonal of a rectangle is 10 cm and it is twice the side of the rectangle, what is the area of the rectangle?
A. 100 বর্গসেমি
B. 25√3 বর্গসেমি
C. 25 বর্গসেমি
D. 10√3 বর্গসেমি
Q25. মান নির্ণয় কর:
Find the value of:
\(\frac{1+\frac{2}{3}÷\frac{3}{4} এর\frac{2}{3}}{2-\frac{3}{4} এর\frac{2}{3}÷\frac{2}{3}}\)
A. \(1\frac{13}{15}\)
B. \(2\frac{13}{15}\)
C. \(\frac{13}{15}\)
D. \(\frac{15}{13}\)
SEE VIDEO SOLUTION
Don't spam here.